অবতক খবর, নদীয়া: ১৯৬৬ সালে মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের মাধ্যমে আত্মপ্রকাশ। ২০ বছর বাদে মুম্বই কর্পোরেশনের ক্ষমতায় আসে দল। বিজেপির সবচেয়ে পুরনো জোট সঙ্গী। এই দল কেন্দ্র সরকারের সাথে দেশ চালানোর দায়িত্বে থাকলেও কিছুদিন আগেই বিজেপি ত্যাগ করে। উত্তর প্রদেশ, রাজস্থান এবং চেন্নাইতে শক্তিশালী সংগঠন থাকলেও অন্যান্য রাজ্যে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে দল। জেডিইউ, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টিকে সাথে নিয়ে আগামী দিনে পথ চলার সমস্ত আলোচনা পর্যায়ে রয়েছে। হাওড়া, দমদম, বরানগর, সহ বিভিন্ন জেলাতেও আসন্ন পুরসভা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যাবে এমনটাই জানান নেতৃত্ব।
শুক্রবার শান্তিপুরে জেলার শিবসেনা ইউনাইটেড সাংগঠনিক পক্ষ থেকে আয়োজন করা হয় এক কর্মীসভা। এই সভা থেকে বিশেষ বার্তা হিসাবে সংগঠনের কর্মীদের বার্তা দেওয়া হয় সংগঠনকে আরও মজবুত করতে। আগামী দিনে পুর নির্বাচনকে লক্ষ্য করেই এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ রাজ্য সভাপতি ইন্দ্রনীল মুখার্জি, রাজ্যের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্ রাজ্য সচিব বিশ্বজিৎ মুখার্জি, নদীয়া জেলার সভাপতি গোপাল রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলার দুজন সাধারণ সম্পাদক সাধন সরকার, ভোলা রায় নদীয়া জেলার উপদেষ্টা পি কে দাস নদীয়া জেলার সম্পাদক সম্রাট দে সরকার।