অবতক খবর, নদীয়া: বুধবার নদীয়ার শান্তিপুর নাগরিক বৃন্দের পরিচালনায় CAA সমর্থনে মিছিল বের হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে শান্তিপুর সূত্রগড় সড়ভুজা বাজার থেকে রেলস্টেশন পর্যন্ত এক পদযাত্রা আয়োজন করা হয়।মিছিলে ছিলেন ডাঃ নিরঞ্জন বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক দিলীপ সাধুখা ও অরিন্দম প্রামানিক, তুলসী মন্ডল প্রমুখেরা।

দেশ এবং রাজ্য জুড়ে সিএএ নিয়ে উত্তাল। শাহিনবাগে মহিলারা কোলে বাচ্চা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। এর পরবর্তীতে দিল্লী জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। গুলিতে নিহত হন দিল্লী পুলিসের ১ কনস্টেবেল, সঙ্গে উত্তর পূর্ব দিল্লিতে ৪২ জনের প্রাণ গিয়েছে এই হিংসায় । এর আগেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এভিবিপি হামলায় চালায় বলে অভিযোগ তুলেছিল এসএফআই, গুরুতর ভাবে আহত হয়েছিলেন সভানেত্রী ঐশী ঘোষ । স্লোগান উঠেছে ‘দেশকে গদ্দারকো, গোলী মারো শালোকো। ‘ রাজ্যেও আছড়ে পড়েছে এই স্লোগান। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কলকাতার সভায় কিছু বিজেপি সমর্থক গোলী মারো স্লোগান দেয় । নিউ মার্কেট থানায় মামলা দায়ের হয় ধরা পড়ে ৩ জন । এই আবহে নদীয়ার শান্তিপুরে সিএএ সমর্থনে মিছিল তাৎপরযপূর্ন । প্রতিবাদে রাজ্য জুড়ে বুধবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ‘ছিঃ ছিঃ’ প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে । বিজেপি বিরোধীতা এবং সিএএ, এনপিআর, এনআরসি বিরোধীতা নিয়ে সরব হয়ে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সাফ কথা রাজ্যে এনআরসি করতে দেবেন না ।