অবতক খবর,৩০ সেপ্টেম্বর,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পাশ দিয়ে গেছে অজয় নদী। সেই অজয় নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে। সম্ভবত প্রায় দু লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। আজ সকাল থেকে নদীর জল ছিল খুবই কম। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়ায় এই পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই। তিনি জানিয়েছেন, যে সমস্ত জায়গায় বিপদ রয়েছে সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে ।এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় মাইকিং করছে মঙ্গলকোট থানার পুলিশ। রাত্রে প্রত্যেকটা গ্রামের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রশাসন।
অন্যদিকে আউশগ্রাম এলাকার মানুষেরা নদীর তীরবর্তী এলাকায় মাঠে কাজ করছিলেন,এছাড়া বেশ কয়েকজন গরু চড়া ছিলেন।
হঠাৎই বিপদজনক জল নদীতে বেড়ে যাওয়ায় চিন্তিত পরিবারের পরিজনরা।