অবতক খবর,২০ অক্টোবর: নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীতে কুনাল ঘোষ—-

১.
১০ দফা দাবি নিয়ে রাজ্যকে ডেডলাইন বেঁধে দিয়েছে জুনিয়র ডাক্তাররা, আগামী মঙ্গলবার থেকে কার্যত অচলবস্থা তৈরী হতে চলেছে রাজ্যে,এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন এই সরকার সংবেদনশীল, এটা জ্যোতি বসুর সরকার নয়, কিছু বাম, অতি বাম জুনিয়র ডাক্তারদের আবেগ বিপথে চালিত করছে।বাচ্চা ছেলেমেয়েদের ঘুঁটি করে রাজনৈতিক অপশক্তি গুলি অচলবস্থা তৈরী করার চেষ্টা করছে কিন্তু মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো পাশে আছেন।

২. অপরদিকে দ্রোহের কার্নিভালের পরে এবার দ্রোহের সংস্কৃতি। ৪৪ ঘন্টার প্রতিবাদ কর্মসূচি চলবে সোমবার সকাল অব্দি।এই নিয়ে কুনাল ঘোষের খোলা চ্যালেঞ্জ দ্রোহের কার্নিভাল তো দেখলাম ভোটের কার্নিভালে আসুন ৬ তার ৬ টায় তৃণমূল জিতবে।
3. কৃষ্ণনগরের শুভেন্দু অধিকারী বলেন পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পুলিশ মিথ্যে বলে পরিবারকে ভুল বুঝিয়ে দেহ দাহ করে দিয়েছে এবং ময়নাতদন্তে তৃণমূলের ডাক্তারদের দিয়ে আত্মহত্যা লিখিয়ে এনেছে। ইনি কুনাল ঘোষ বলেন প্রেমের সম্পর্ক, কে কাকে বিয়ে করছে? সেই সম্পর্কে আবার কে ঢুকছে! এর সাথে আইন শৃঙ্খলা পুলিশের কি সম্পর্ক?যার যার অসুবিধা হচ্ছে তারা কোর্টে চলে যান।
4. শুভেন্দু অধিকারী আরো বলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের কারখানা ফের করবেন, এই প্রসঙ্গে কুনাল বলেন তৃণমূল টাটাদের তাড়ায়নি জমি নীতির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় এর কোন বিরোধিতা আমরা দেখতে পাইনি। হঠাৎ যদি এখন দলবদলের উল্টো রাজনীতি থেকে কিছু বলেন তাহলে তার গুরুত্ব থাকেনা।