অবতক খবর,১৫ ফেব্রুয়ারী,নবগ্রাম: প্রতিশ্রুতি অনুযায়ী নবগ্রামের শিবপুর অঞ্চলে দুটি পৃথক স্থানে রাস্তার শুভ শিলান্যাস ও উদ্বোধন সম্পন্ন হলো। শনিবার, নবগ্রাম পঞ্চায়েত সমিতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়।
শিবপুর অঞ্চলের রাইন্ডার জামাইপাড়ায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়, যেখানে এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে, দফরপুর গ্রামের আদমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল।
জেলা পরিষদ সদস্য নাজিমা বিবি পঞ্চায়েত নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকাবাসী। জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মজিবুর রহমান জানান, নতুন এই রাস্তা নির্মাণের ফলে কয়েক হাজার মানুষের যাতায়াতে সুবিধা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মজিবুর রহমান, শিবপুর অঞ্চল প্রধান প্রতিনিধি রাফিকুল ইসলাম, নবগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুক্তাদির হোসেন, স্থানীয় উপপ্রধান ও মেম্বারসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।