অবতক খবর,১৫ আগস্ট,নববারাকপুর : ঢাকে পড়ল কাঠি।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের বাকি ৫৫ দিন।খুঁটিপুজো ঘিরে ক্লাব সংগঠন গুলি ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা উৎসবে।বৃহস্পতিবার ৭৭ তম স্বাধীনতা দিবসে খুঁটিপুজো উদ্বোধন করল নববারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে আগাপুর কিশোর স্পোর্টিং ক্লাব নিজস্ব সংঘ প্রাঙ্গণে ।

প্রথা মাফিক পুরোহিত মন্ত্র উচ্চারণে ঢাকের বাদ্যি কাশী ঘন্টা বাজিয়ে মা বোনেদের শঙ্খ ও উলুধ্বনিতে মায়ের আগমনে মেতে উঠল এলাকাবাসী।দ্বিতীয় বর্ষের দুর্গোৎসবের খুঁটিপুজো উদ্বোধন করেন পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক তথা পুরপ্রধান প্রবীর সাহা।ছিলেন প্রধান উপদেষ্টা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও এলাকার বিশিষ্ট গুনীজনেরা।

সংঘ সম্পাদক সুকাজল দাস জানান পুরসভার পুরপ্রধানের পৃষ্ঠপোষকতায় এলাকাবাসীদের নিয়ে দুর্গাপুজো শুরু। গত বছর সত্যজিৎ রায়ের পথের পাচালির অভিনব থিমে বেশ ভালো সাড়া ফেলেছিল। এবছর থিম নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ অনুকরনে মন্ডপসজ্জা। তার আদলে দৃষ্টিনন্দন মাতৃ প্রতিমা। গুপ্ত যুগে বৌদ্ধ মঠের কিছুটা অংশ তুলে ধরা হবে মন্ডপে। সব মিলিয়ে এবছরও দর্শনার্থীদের ঢল নামবে।