অবতক খবর,৪ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ নাবালিকা কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে যাবার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সত্যপীর ঘোষ কাটোয়া থানার পলসোনা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় দিন পাঁচেক আগে মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চলের ধেনুয়া গ্রামের ওই কিশোরীর বাবা তার মেয়েকে নানান প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। তদন্ত নামে পুলিশ ওই কিশোরী কেতুগ্রাম থানার অন্তর্গত খাসপুর গ্রামে থাকার সন্ধান পায়। গতকাল গভীর রাত নাগাদ ওই কিশোরীকে কেতুগ্রামের খাসপুর গ্রামে ধৃত যুবকের আত্মীয় বাড়ীর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীও। ধৃতকে আজ কালনা আদালতে পাঠিয়েছে পুলিশ।