অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : ঘটনার বিবরনে জানাযায় সাব্রুম মহকুমার মনুবনকুল এলাকার যুবক কৌশিক পাল শান্তির বাজার মহকুমার বাইখোড়া থানার অধীনে এক নাবালিকার আপত্তিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালকরেবলে অভিযোগ। এই অভিযোগ এনে নাবালিকার পরিবারের পক্ষথেকে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়।
অভিযোগ হাতেপেয়ে বাইখোড়া থানায় ২০২৫ এর ৬ নাম্বার কেইসে লিপিবদ্ধকরে সেকশান ৬৭ বি অফ আই টি এক্ট আন্ডার সেকশান ১৪ ( ১ ) অফ পকসো এক্ট ২০১২ এই ধারায় মামলা গ্রহন করলো বাইখোড়া থানার পুলিশ। হাতেমামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নামলো বাইখোড়া থানার পুলিশ। এই অভিযোগ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালো বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস।