অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ ব্যান্ডপার্টি বাজনা নিয়ে জল বুরানো সবে শেষ। একে একে প্যান্ডেলে লাইটগুলো জ্বলতে শুরু করেছে, অন্যদিকে চলছে রান্না। বাড়ি ভর্তি আত্মীয় ও প্রতিবেশীরা সকলেই বিয়ের আমেজে মজে। হঠৎ ছন্দ পতন। বিয়ে বাড়িতে হাজির বিডিও সহ গাইঘাটা থানার পুলিশ-প্রশাসন। কারন মেয়ের বয়স সবে ১৬ বছর। পরিবারের লোককে বুঝিয়ে বলাতে তারা লিখিত দেন ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না।
গাইঘাটা থানার কালোপুর তিলির বাসিন্দা শিবু চন্দ্র গোলদারের ১৬ বছরের বিয়ে হচ্ছিল চাঁদপাড়া সোনাটিকারি সুব্রত দাসের সঙ্গে। সূত্র মারফত খবর পেয়ে বিয়েবাড়িতে হাজির হন প্রশাসনের লোকেরা। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন এবং ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া যে অপরাধ এবং তাতে মেয়ের ক্ষতি হতে পারে সেগুলো বুঝিয়ে বলেন তারা। পরবর্তীতে মেয়ের বাবা শিবু চন্দ্র দাস মুচলেকা দেন যে মেয়ের ১৮ বছর না হলে বিয়ে বিয়ে দেবেন না।