বাংলা কমিকসে একটি উল্লেখযোগ্য নাম নারায়ণ দেবনাথ। ছবি ও লেখায় বাঙালির সাহিত্য জীবনে এক মনোগ্রাহী জগৎ গড়ে তুলেছেন তিনি। ২২ নভেম্বর এই মানুষটির জন্মদিন। দীর্ঘজীবী হোন তিনি।

নারায়ণ দেবনাথ
তমাল সাহা

এক)
একটি জন্মদিন

বয়স বাড়লে
বুদ্ধির দৌড় বাড়ে।
তখন শুধু বড় বড় লেখকদের
কথাই মনে পড়ে।

কিন্তু ছোটবেলা থেকেই
হৃদয় গেঁথে রাখে তাকে
ছবি ও লেখায় মানুষটি
আমাদের জন্য
হাঁদাভোঁদা-নন্টে ফন্টের ছবি আঁকে।

মানুষটি তো সেই সেরা
যার হাতে তৈরি বাটুল দি গ্রেট।
তাকে মনে রাখি
সেই ছোটবেলা থেকে
সামনে বসে থাকে,
চোখে ভেসে ওঠে তার পোর্টট্রেইট।

বাংলা কমিকসঃ নারায়ণ দেবনাথ
যে পড়েনি সে অনাথ!

দুই)
বাজিমাত ও কুপোকাত

আমি শুধু ভাবি আর আশ্চর্য হই
শুধু নারায়ণ-এ পোষায় নি তোমার
সঙ্গে জুড়ে নিয়েছো দেবনাথ।

বাংলা কমিকসে
তোমার জুড়ি মেলা ভার।
এক একটি কল্পকাহিনীতে
তুমি করো বাজিমাত
আর আমরা হই কুপোকাত!