বিশ্বশান্তিতে নোবেল-২০২৩ জয়ী ইরানের জেলবন্দী নারী নার্গিস মোহাম্মদীকে সেলাম জানাই

নার্গিস ফুল ফুটেছে
তমাল সাহা

কতগুলি দুর্লভ শব্দ ছিল অনুভবে
সেগুলি দেখি মূর্ত হয়ে বসে আছে জেলখানার কুঠুরিতে

ধৈর্যের সঙ্গে বসে আছে সাহসিকতা
দৃঢ়তাকে বুকে আগলে পরীক্ষায় নেমেছে সহিষ্ণুতা

একত্রিশ বছর গরাদের ভেতর প্রশান্ত হৃদয়ে আবেগ ও উত্তেজনা নিয়ে কেটে গেল শব্দগুলির দিনরাত্রি

এটা সম্ভব হলো কিভাবে?

নারী কতদূর যেতে পারে! আমি ভাবি

ভালোবাসা যখন ক্রমাগত ডালপালা ছড়াতে শেখে
তখন চেতনায় মানবতা বোধিবৃক্ষ হয়ে দাঁড়ায়

ভাববাচক সমস্ত শব্দগুলি কেউ কেউ বলে গুণবাচক শব্দ
সমস্ত শব্দগুলি নার্গিস ফুল হয়ে আলো ছড়াতে থাকে পৃথিবীর বারান্দায়