অবতক খবর,৫ জানুয়ারি,নদীয়া : উৎসবের শহর শান্তিপুরে চৌঠা জানুয়ারি, 2024 বৃহস্পতিবার থেকে নিউ দেশবন্ধু ক্লাবের পরিচালনায় শান্তিপুর থানার মাঠে শুরু হলো শান্তিপুর মিলন উৎসব , এই উৎসব চলবে আগামী ১০ ই জানুয়ারি পর্যন্ত এমনটাই সূত্রের খবর | এবং মেলা খোলা থাকছে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত | আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মেলার অন্যতম কর্মকর্তা মনোজ সরকার সাধারণ মানুষকে এই মিলন উৎসবের প্রাঙ্গনে আসার আবেদন জানালেন |
বারো মাসে তেরো পার্বনের সাথে একের পর এক উৎসব যখন শান্তিপুর শহর কে মাতিয়ে তোলে তার মধ্যে শীতের মরশুমে শান্তিপুর থানার মাঠে শান্তিপুর মিলন উৎসব যেন এক অভিনব মাত্রা সংযোজন করে , এবারও তার ব্যাতিক্রম হবে না বলে মনে করছেন শহরের উৎসব প্রেমীরা | শান্তিপুর মিলন উৎসবের অন্যতম উদ্যোক্তা মনোজ সরকার আমাদের সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন এবছর এই মেলার প্রধান আকর্ষণ মাছের খেলা , আবার জানুয়ারি মাসের সাত তারিখে থাকছে ডগ শো , এদিন বিভিন্ন প্রজাতির কুকুর ও তাদের বৈশিষ্ট প্রদর্শিত হবে সাধারণের সামনে , অন্যদিকে জানুয়ারি মাসের সাত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ডগ শো এবং বিদেশী পাখির মেলা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের আট তারিখে | এবছর থেকেই প্রথম এই ডগ শো এবং মাছের প্রদর্শনী বা মাছের খেলার জন্য মাথাপিছু দশ টাকা করে ধার্য করা হয়েছে বলে জানা যাচ্ছে |
এছাড়া এই মিলন উৎসবের প্রত্যেকদিনই সন্ধ্যা থেকে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান , যে সকল শিল্পীরা এখানে মঞ্চ মাতাতে আসছেন তারা প্রায় প্রত্যেকেই টেলিভিশনের সা রে গা মা পা অনুষ্ঠান খ্যাত রক্তিম রায় চৌধুরী , আরফিন রানা , সায়ন পাল , সুচরিতা সাহা এবং আসছেন অনামিকা সাহা সহ এক ঝাঁক শিল্পী বৃন্দ |
আবার খাদ্য রসিকদের রসনা তৃপ্তির জন্য থাকছে নানাবিধ খাদ্য খাবারের ষ্টল , বেশ কিছু ষ্টল থাকছে শান্তিপুরের ব্যবসায়ীদের আবার কিছু ষ্টল থাকছে শান্তিপুরের বাইরের ব্যাবসায়ীদেড় নেতৃত্বে — এমনটাই জানা যাচ্ছে | তবে এবছর কত মানুষের সমাগম হবে এবং বিগত বছরের জনপ্লাবনকে এবছর ছাপিয়ে যেতে পারবে কিনা সেটাই কার্যত চ্যালেঞ্জ শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব কমিটির কাছে |