অবতক খবর,২২ নভেম্বর,নববারাকপুর : গ্রামাঞ্চল জেলার শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র লাইফ লাইন ট্রেন। এই রেলপথ ব্যবহার করেই প্রতিদিন হাজারো হাজারো মানুষ পৌঁছে যান গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে।

তবে এবার সেই রেললাইন পার্শ্বস্থ এলাকা গুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল নিউ বারাকপুর থানা ও জিআরপি কে। শুধু রেললাইন প্রান্ত এলাকা নয় এদিন প্রশাসনের যৌথ উদ্যোগে রেলস্টেশনসহ বিভিন্ন জায়গার নিরাপত্তা খতিয়ে দেখা হল। বিভিন্ন সময়ে দেখা যায় রেললাইনের পাশে ফাঁকা জায়গা এবং অব্যবহৃত রেলের জমি ও কোয়ার্টার গুলিতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে।

এছাড়াও রেললাইনের ধারে ফাঁকা জায়গাগুলি হয়ে ওঠে সমাজ বিরোধীদের স্বর্গরাজ্য, চলে বিভিন্ন নেশা থেকে নানা ধরনের বেআইনি কারবার। রেল লাইনের পাশ দিয়ে যাওয়া রাস্তায় বহু সময় মহিলাদের শ্লীলতাহানির মত ঘটনার নজিরও রয়েছে। এই ধরনের অসামাজিক কার্যকলাপের ফলে চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ে রেল লাইন পাশ্বস্থ এলাকার যুবকেরা। তাই বৃহস্পতিবার রাতে নিউ বারাকপুর থানা ও বিশরপাড়া জিআরপি আউট পোস্টের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী নিউ বারাকপুর, বিশরপাড়া স্টেশন এবং মধ্যমগ্রাম স্টেশন মধ্যবর্তী রেললাইন ধারে চালালেন তল্লাশি অভিযান।

এদিন রেললাইন ধারে থাকা ঝুপড়ি গুলিতেও তল্লাশি চালানো হয়। ভালো করে নজরদারি চালানো হয় রেল লাইনের পাশে ফাকা এলাকাগুলিতেও। এছাড়াও রেলস্টেশন গুলিতে ঘুরে নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তারা। এদিনের পুলিশি অভিযানে বেশ কয়েকজন সন্দেহভাজন কে আটক করেছে পুলিশ। এদিন পুলিশকে এমন ভূমিকায় দেখে ও নিরাপত্তা বিষয়ে তৎপরতায় খুশি সাধারণ মানুষজন থেকে রেলপথ ব্যবহার করে যাতায়াত করা যাত্রীরাও।

তবে নিয়মিত এ ধরনের তল্লাশি অভিযান চালালে অনেকাংশেই দুষ্কৃতী ও সমাজবিরোধী মুক্ত অঞ্চলে পরিণত হবে রেললাইন পার্শ্বস্থ এলাকা গুলি বলেই মত সমাজ সচেতন মানুষদের।