অবতক খবর,৩ জুলাই,নববারাকপুর :প্রায় দীর্ঘ সময় অতিক্রান্ত, অর্থ লগ্নী সংস্থা সাহারার বিরুদ্ধে দেশজুড়ে একযোগে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার অন্যান্য রাজ্যের পাশাপাশি বঙ্গেও ওই সংস্থার গুরুত্বপূর্ণ ম্যানেজারের পদে থাকা এক কর্মীর বাড়িতে এদিন হানা দেয় ইডি।

জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির ৬ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুর পুরসভার ৫নং ওয়ার্ডের রামকৃষ্ণ রোডে ১৭৫ , মেইন রোড ওয়েস্ট সারদা ২ এপার্টমেন্টে বি-ব্লকে চার তলায় রঞ্জিত ঘোষ এর বাড়িতে হানা দেয়।রঞ্জিত বাবু সাহারা ইন্ডিয়া পরিবারের ম্যানেজার পদে দীর্ঘদিন কাজ করেছেন পরে পিআর এন্ড কর্পোরেট লিগাল পদে নিযুক্ত ছিলেন। মনে করা হচ্ছে আর্থিক তছরূপ সহ চিটফান্ড এর বিষয়ে তদন্ত করতেই এই হানা।

রঞ্জিতবাবু দীর্ঘদিন ধরে সাহারা অর্থলোগ্নী সংস্থার সঙ্গে যুক্ত থাকায়, আর্থিক নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ এর জন্য পাশাপাশি নথি সংগ্রহের জন্যই ইডি আধিকারিকেরা এদিন তার বাড়িতে আসেন বলে মনে করা হচ্ছে। যদিও প্রতিবেশীরা জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে এই ঘোষ পরিবার।

এলাকায় পরিচিত ভদ্র লোক। সবার সাথে কথাবার্তা বলতেন। কেউ কোনদিন এমন কিছু শোনেননি রঞ্জিত বাবুর সম্পর্কে। পরিবারে একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়েই থাকেন রঞ্জিতবাবু। ছেলে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এদিন রীতিমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকেরা। এলাকায় এমন ঘটনায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়ায় নিউ ব্যারাকপুরে।

তবে নির্দিষ্ট কি অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা সম্ভব হয়নি, নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকেরাও আসেন ঘটনাস্থলে।যদিও ইডি আধিকারিক দের আসার আগে থেকে স্থানীয় থানায় কোন খবর জানানো হয় নি। থানার ওসি আবাসনে যাবার পর থানায় ইমেল করে ইডির তরফ থেকে থানায় পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এখনও চলছে তল্লাশি অভিযান।ভোর রাত থেকেই কেন্দ্রীয় বাহিনীর আট জন জওয়ান সহ চারটি গাড়ি করে ছয় সদস্যের ইডির আধিকারিকরা সারদা ২ অ্যাপার্টমেন্টে বি ব্লকের চার তলায় তল্লাশি অভিযানে নামে।দিল্লি লক্ষ্ম সহ সর্বত্র চলছে ইডির তল্লাশি অভিযান ।