অবতক খবর,৯ ফেব্রুয়ারিঃ নিউটাউন বিশ্ব বাংলা গেটের নিচে নব নির্মিত আন্ডারপাস উদ্বোধন হলো আজ। উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হিডকোর এম ডি তথা এনকেডিএ এর চেয়ারম্যান দেবাশীষ সেন সহ হিডকো ও এনকেডিএ আধিকারিকরা। সল্টলেকের দিক থেকে টাটা ক্যান্সার হাসপাতালে যাওয়ার রাস্তায় ঠিক বিশ্ব বাংলা গেটের নিচে এই আন্ডার পাস করা হয়েছে। এর যানজট অনেকটাই কমবে। দীর্ঘক্ষণ যানজটে গাড়ি দাঁড়িয়ে যাবে না।
উদ্বোধনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন….
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ব্যাবসায়ীর বাড়িতে রেইড হয়েছে তাতে আমাদের হিন্দি সেল এর কি সম্পর্ক।। বিজেপির লোকজনের বাড়িতে সবচেয়ে বেশি টাকা আছে। কিন্তু ওদের বাড়িতে রেইড হবেনা, ওদের হাতে সেন্ট্রাল এজেন্সী আছে।।
পলিটিকাল ভেন্ডেটা।। মিড ডে মিল স্কিম আমাদের বেস্ট।
আমি ভয় করবনা, দুবেলা মরার আগে মরবোনা। পঞ্চায়েত সুষ্ঠ ভাবে হবে। অভিষেক ব্যানার্জি বলেছেন। বিরোধীদের লোক নেই তাই ক্যাওইস করবে।। মদন দা মজা করতে ভালোবাসে।। মজা করে বলেছেন।
আমরা তো সারাবছর মানুষের পাশে আছি। ভয় পাবো কেন।ব্যবসায়ীর বাড়িতে টাকা পাওয়া গেছে আমরা এর মধ্যে ঢুকবো কেনো?