অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- ভাই এর কপালে দিলাম ফোঁটা , আর কি আমি চাই / নাই বা পেলাম পান্না চুনি , দুঃখ আমার কিছু নাই ” – ভাই বোনের ভালোবাসার চিরন্তন আবেগ নিয়ে মাঙ্গলিক উৎসব ভাইফোঁঁটা ।

বাঙালীর ঘরে ঘরে উৎসবের আবহ । মঙ্গল আলো , ধান , দুর্বা , চন্দনের ফোঁটা আবার পান সুপারি দিয়ে ,ভাই বা দাদার জন‍্য মঙ্গল কামনা বোন বা দিদিদের । চিরাচরিত ঐতিহ‍্য পরম্পরা মেনেই শাঁখের আওয়াজে ভাইফোঁটার আয়োজন ।যদিও অনান‍্য বারের থেকে সম্পূর্ণ ভিন্ন আবহ । করোনা পরিস্থিতির মধ‍্যে এবার এই মাঙ্গলিক উৎসব । সারা পৃথিবী জুড়ে অসুখের বিস্তার । সেই অসুখ থেকে ভাই দাদাদের রক্ষা করার জন‍্য প্রার্থনা বোনেদের ।

এদিন সোমবার ভাইফোঁটার এক অন‍্যচিত্র ধরা পরলো আমাদের ক‍্যামেরায় ।বর্ধমান শহরের কাঞ্চননগরের বাসিন্দা স্রুতি দে ।তার কোনো ভাই নেই ।তার পোষ‍্য একটি কুকুরের বাচ্চা আছে , সেই কুকুরের বাচ্চাকে মনে্র আনন্দ ফোঁটা দেন।

প্রত‍্যেক বছরি সে এই ফোঁটা দিয়ে আসেন তার এই পোষ‍্য কুকুরকে ।শুধু ফোঁটা নয় রাখির দিনে সেই কুকুরকে রাখিও পড়ায় ।তার এই পোষ‍্যকে নিজের ভাই বলেই মানে ।