অবতক খবর,২ জুলাইঃ চলতি মাসেই তৃণমূলের একুশে জুলাই। প্রতিবছরের ন্যায় এ বছরও শহীদ দিবসকে সামনে রেখে জন সমাবেশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে তার আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তবে শহীদ সমাবেশের অনেক আগেই প্রতিবছরের মতো এ বছরও নিজের সামাজিক কর্মকাণ্ড করলেন ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবপ্রসাদ সরকার।

দীর্ঘ 22 বছর ধরে একুশে জুলাই এর অনেক আগেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সামাজিক অনুষ্ঠানে সূচনা করে আসছেন তৃণমূল কাউন্সিলর। বলা ভালো গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে প্রথম এত আগে থেকে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের প্রস্তুতি নেন ভাটপাড়ার এই তৃণমূল নেতা। আজ সেই উপলক্ষেই তৃণমূল কাউন্সিলরের ডাকে সাড়া দিয়ে সামাজিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তাছাড়া পুরসভার উপ- প্রধান দেবজ্যোতি ঘোষ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সাংসদ বলেন, এটা ঠিক সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর চক্রান্ত হচ্ছে। তাই আমরা রাস্তায় নেমে মানুষের দুয়ারে পৌছাছি। সরকারে থাকলে কুৎসা শুনতে হয়, বিরোধীতাও শুনতে হয় তাতে কিছু যায় আসে না। বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি তুলে ধরবো।