অবতক খবর,১৩ জুলাই,মলয় দে নদীয়া:-এবার আবার হকার উচ্ছেদ অভিযানে তৎপর কৃষ্ণনগর পৌরসভা। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দোকানের দুয়ারে বুলডোজার! যা দিয়ে একাধিক বেআইনি দোকান যেগুলি ফুটপাত দখল করেছিল, সেগুলোকে ভেঙে দিল কৃষ্ণনগর পৌরসভা।
নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো একাধিক দোকান। শনিবারের এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান, সিআইসি মেম্বাররা এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। যদিও তাদের ব্যবসায়িক সম্পত্তি উচ্ছেদ করায় কান্নায় ভেঙে পড়ে একাধিক দোকানের ব্যবসায়ীরা।
তবে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে মাইকিং এবং সশরীরে তাদের কাছে উপস্থিত হয়ে সরকারি নির্দেশের কথা জানানো হয়েছিলো। অনেকেই পুরসভার সাথে সহযোগিতা করে অন্যত্র সরে গেছেন তাদের মূল্যবান পসরা এবং নির্মাণ সামগ্রী নিয়ে। তাদের জন্য পুনর্বাসনের কথা ইতিমধ্যেই ভাবনার চিন্তা শুরু করেছে পুরসভা।
কিন্তু সরকারি নির্দেশ অমান্য বা অগ্রাহ্য করে যারা এখনো দোকান রেখেছিলেন তাদের ক্ষেত্রেই এই অবৈধ নির্মাণ ভেঙে দিলো পৌরসভা। তবে এক্ষেত্রে শুধুমাত্র নির্মাণ, ইতিমধ্যেই তাদের দোকানের বিক্রয় জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন তারা।