অবতক খবর, হক জাফর ইমাম, মালদা :: মালদা জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসনিক ভবনের সামনে জেলার বিভিন্ন আধিকারিকরা একত্রে মিলিত হয়ে জেলার সকল বৈধ নাগরিককে ভোটার পরিচয়পত্র দেওয়ার অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন। এর পরে ঢাকবাদ্য সহযোগে ট্যাবলো সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে জাতীয় ভোটার দিবসের প্রচারের এক শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক পালদেন শেরপা, অতিরিক্ত জেলা অর্ণব চ্যাটার্জী সহ জেলার বিভিন্ন অধিকারিকবৃন্দ। এই শোভাযাত্রা গিয়ে শেষ হয় মালদা বইমেলা প্রাঙ্গণ মালদা কলেজ মাঠে গিয়ে। বইমেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে জেলাশাসকের উপস্থিতিতে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেন। ভোটার পরিচয়পত্র পেয়ে খুশি নতুন ভোটাররা।