অবতক খবর,১২ মার্চ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগেই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন ।
ভোট পরিচালনা করতে রয়েছে
কেন্দ্র বাহিনী রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকেরা।
তবে এ নির্বাচন সত্যি নির্বাচন নয় ।
ইসলামপুর শহরের স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিশু সংসদ।
এখানে যেমন প্রতীক রয়েছে তেমন ক্যানডিডেট রয়েছে তেমনি রয়েছে এজেন্ট ও যেন সত্যিই ভোট হচ্ছে।
প্রধান শিক্ষক বিকাশ দাস বলেন শিশু সংসদ প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এ বছরও হচ্ছে।
তবে এ বছর যেভাবে ভোট অনুষ্ঠিত হয় সেই ভাবেই ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তবে রয়েছে সমস্ত প্রক্রিয়ায় নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে উইড্রাল এবং ভোট দান প্রক্রিয়া সবই রয়েছে। ছাত্রছাত্রীরা গণতন্ত্রের মূল্যবোধ শিখবে এর মাধ্যম দিয়ে।
বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন, ছোট থেকেই এই ইলেকশন সিস্টেম এর সঙ্গে পরিচয় হওয়া এটা খুব ভালো।
শিক্ষা দপ্তরের নির্দেশ প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুর আগে থেকেই শিশু সংসদ অনুষ্ঠিত করতে হয় সেই মতনই করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে।
স্কুলের এক ছাত্র ঝুমঝুমি দাস বলে খুব ভালো লাগছে আজকে ভোট দিতে পেরে।