অবতক খবর , সংবাদদাতা , হুগলি :- নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল সহ একটি লরি আটক করল ডানকুনি থানার পুলিশ,ধৃত লরি চালক।উত্তরপ্রদেশ থেকে লরিটি কোলকাতার উদ্যেশ্যে যাচ্ছিল।

গতকাল রাতে কলকাতা এসটিএফ ও চন্দননগর কমিশনারেট এর পুলিশ ডানকুনিতে লরিটিকে আটক করে।

ছয় হাজার ফেন্সিডিল আটক হয় লরি থেকে।উত্তরপ্রদেশের আজম গড়ের বাসিন্দা অবধনাথ যাদবকে গ্রেফতার করে।ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়।