অবতক খবর :: শিলিগুড়ি ::   নেই যাত্রী ধুকছে NBSTC । গত তিনচার দিন থেকেই একেবারেই যাত্রীছাড়া চলছে এন বি এস টিসি। এই ব্যাপারে এন বি এস টি সির এক আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য জিঞ্জাসা করা হলে তিনি জানান আমাদের কাছে যা তথ্য আছে তাতে খুলবার পরে এন বি এস টি সি লোকসানে চলছে আশি ভাগ। এইভাবে চললে অচিরেই বাস বন্ধ করে দিতে হবে।

বাসচালকেরাও বাস চালাতে চাইছেন না,কারন বাসে যাত্রী উঠছে মাত্র কুড়ি থেকে তিরিশ জন। এই কুড়ি তিরিশ জনের কাছ থেকে বাড়তি কোন টাকা নেওয়া হচ্ছে না, সরকারী নির্দেশের কারনে,কিন্তুু এইভাবে চললে পরিসেবা অচিরেই বন্ধ করে দিতে হবে। প্রতিটি টিকিট কাউণ্টারে গিয়ে দেখা গেছে সেখানে দুতিন জনের বেশী লোক নেই আর এই লোকসানে চলা বাসগুলিকে চালাতে চাইছেন না বাসচালকেরা।

এদিকে তেনজিং নোরগে বাস টার্মিনার্সে প্রায় অচল বাস পরিসেবা সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়েছেন সেখানকার ছোট ছোট ব্যাবসায়ীরা কিভাবে তারা এই ব্যাবসা চালাবেন তা নিয়ে মাথায় হাত পড়েছে তাদের। সবমিলিয়ে উত্তরবঙ্গের বাসের ভবিষ্যত একেবারেই অন্ধকারে তা একেবারে না দেখেই বলতে পারা যায়।