নেতাজি
তমাল সাহা
তুমি তখন তোজোর কুকুর
তুমি তখন কুইসলিং
তোমার জন্য আজ
দেশপ্রেমের কী যে জোয়ার!
তুমি সেরা ভারত-কিং।
কে বলেছিল ফিরলে তুমি
ধরবে তুলে তরবারি!
দেশটা যেন জমিদারি
চলবে তাদের খবরদারি!
নির্ভীক তুমি বরাবর-ই
কানে বাজে আজও সুর–
কদম কদম বঢ়ায়ে যা…
নয় তো দূর—
দিল্লি চলো!
তোমার জন্য রক্ত দেবো
কবে তুমি ফিরবে বলো?