অবতক খবর,২১ আগস্টঃ নৈহাটি গরুরফাঁড়িতে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির মূলকর্ণধার তথা দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমাজসেবক গৌড় চন্দ্র দাসের উদ্যোগে ৩০১ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষদের হাতে শ্রবনযন্ত্র, হুইলচেয়ার, স্টিক, চশমা সহ অন্যান্য প্রতিবন্ধী সরঞ্জাম তুলে দেওয়া হলো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, কাউন্সিলার পার্থপ্রতিম দাশগুপ্ত, মানস পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ সৌগত রায় জানান এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা গৌড় চন্দ্র দাস সবসময় সমাজের পাশে থেকে এই ধরনের কাজকর্ম করেন তার পাশাপাশি বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি দোষারোপ করে অভিযোগ করেন প্রতিবন্ধীদের এই ধরনের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার এগিয়ে আসছে না। অপরদিকে বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী জানান দীর্ঘ ৩২ বছর ধরে কাউন্সিলর গৌড় চন্দ্র দাস এই ধরনের কাজে নিয়োজিত আছেন।