অবতক খবর, নৈহাটি : আজ নৈহাটি তৃণমূল কংগ্রেসের হকার্স ইউনিয়নের প্রধান কার্যালয়ের সামনে ১২৩তম নেতাজির জন্ম সব উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন নৈহাটির বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় সচিব পার্থ ভৌমিক ও নৈহাটি তৃণমূল কংগ্রেস হকার্স ইউনিয়নে সম্পাদক বিষ্ণু অধিকারী।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর এক প্রশ্নের উত্তরে বিধায়ক পার্থ ভৌমিক নেতাজির ১২৩ তম জন্মোৎসব পালনের মাধ্যমে প্রথম কাজ হল দেশের সংবিধান রক্ষা করার শপথের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের সার্বভৌমত্ব, দেশের যে চিত্র কল্পনা করেছিলেন, আজকে ভারতবর্ষের সংবিধানকে খন্ড খন্ড করে দেওয়ার চক্রান্ত করেছে ভারতীয় জনতা পার্টি। এমনটাই তিনি অভিযোগ করেন। অন্য আরেক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের এনআরসি,এনপিআর ও সিএএ-এর মত আইনগুলি জোর করে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হন এবং বলেন,প্রথমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে বিরোধিতা করেন। এখন সারা ভারতেই এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রকাশ্য সভায় থেকে গুলি মারার হুমকি প্রসঙ্গে জানান, আগে উনি একজনকেও গুলি করে মারব তারপর দেখা যাবে উনার জায়গা কোথায় হয় বলে হুমকি দেন।