অবতক খবর :: আজ নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পারিষদ সনৎ দে-র উদ্যোগে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেবার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। নৈহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিনগর কলোনি ও ২৪ নম্বর ওয়ার্ডের বি.আর.এস কলোনিতে প্রাথমিক দুটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। উক্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে হাজির ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, উপ-পৌরপ্রধান ভজন মুখার্জী সহ ব্যারাকপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী।
এক প্রশ্নের উত্তরে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পারিষদ জানান, উক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষ বিনা পয়সায় ঔষধ ও চিকিৎসা পরিষেবা পাবেন। এর সাথে তিনি আরও বলেন, গর্ভবতী মায়েদের প্রথম তিন মাস পর্যন্ত প্রাথমিক চিকিৎসা করানোর সুযোগ থাকবে। সেই সঙ্গে রোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে তা স্বাস্থ্য কেন্দ্রে রাখা অভিযোগ বাক্সে জমা করলে পৌরসভার পক্ষ থেকে তা দ্রুত সমাধান করা হবে। এমনই তিনি জানিয়েছেন।