অবতক খবর,১ জুনঃ নৈহাটি পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার সংবাদ শিরোনামে বারে বারে উঠে এসেছে। তার আরেক ধাপ এগিয়ে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সি আই সি সনৎ দের উদ্যোগে পৌর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে আর্থিকভাবে পিছিয়ে পড়া ১৪ জন চিকিৎসাধীন যক্ষা রোগীদের হাতে মাসিক খাদ্যদ্রব্য হাতে তুলে দেওয়া প্রদানের কাজ শুরু করলো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভা পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, সিআইসি সনৎ দে, কানাইলাল আচার্য সহ কাউন্সিলর তিথি ব্যানার্জি, সোনালী নন্দী চক্রবর্তী ,জয়শ্রী দাস, দেবব্রত সাহা সহ অন্যান্য কাউন্সিলরগন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ স্বাস্থ্য দপ্তরের সিআইসি সনৎ দে জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিধায়ক পার্থ ভৌমিকের ব্যবস্থাপনায় আজ থেকে যক্ষা আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের আজীবন মাসে একবার করে খাদ্য দব্য তুলে দেওয়া কাজ শুরু করলো।