অবতক খবর :: নৈহাটি ৩ নং বিজয়নগরে ( মনসা গলি ) গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু।মৃতের নাম কেয়া দোলই,স্বামীর নাম সবুজ দোলই।জানা যায়,গৃহবধূ গলায় দড়ি দেয়।পরবর্তী কালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে,মৃত বলে ঘোষণা করা হয়।খবর পেয়ে নৈহাটী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।

মৃতের মা ও এলাকাবাসীদের অভিযোগ কেয়া দোলই আত্মহত্যা করে নি,তাকে খুন করা হয়েছে।নৈহাটি থানার পুলিশ মৃতার শ্বশুর জয়দেব দোলই ও মৃতার স্বামী সবুজ দোলই কে আটক করেছে। এলাকায় চাপা উত্তেজনা তৈরী হয়েছে।  পুুুলিশ মৃৃত্যুর তদন্ত শুরু করেছে।