অবতক খবর : গতকাল নৈহাটিতে রাত ১২টা নাগাদ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে বাড়ি ফেরার পথে বিজেপির আশ্রিত কুখ্যাত দুষ্কৃতীরা সনৎ তাকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে। এরপর ২২ নম্বর ওয়ার্ডের হরির দোকানের কাছে বোমাবাজি করে বলে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আজ এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলটি ৬ নম্বর বিজয়নগরের জয়দীপ বোসভবন থেকে শুরু করে গোটা নৈহাটি শহর পরিক্রমা করে। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, কাউন্সিলর শেখর চ্যাটার্জী, কানাইলাল আচার্য্য, শম্ভুনাথ বিশ্বাস, মানস পাল সহ বিশিষ্ট নেতৃবর্গ।
এক প্রশ্নের উত্তরে পৌরপ্রধান বলেন, নতুন করে বিজেপি তৃণমূল কংগ্রেসের উপর হামলা সংগঠিত করা শুরু করেছে। এছাড়াও বলেন, রামচন্দ্রপুরে এক পথসভায় অর্জুন সিং তার দলীয় কর্মীদের নির্দেশ দেন উত্তরীয় না কিনে লোহা কিনতে। অর্থাৎ পরোক্ষভাবে আগ্নেয়াস্ত্র কেনার কথা বলেছেন বলে অভিযোগ করেন তিনি। আরো বলেন, এই বোমাবাজির বিরুদ্ধে নৈহাটি থানাতে অভিযোগ করা হয়েছে। নৈহাটি থানার সুত্র মারফত জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অন্য আর এক প্রশ্নের উত্তরে উত্তর ২৪ পরগণা জেলা বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র পৌরপ্রধান অশোক চ্যাটার্জীর তোলা অর্জুন সিং-এর বিরুদ্ধে লোহা কেনা অর্থাৎ পরোক্ষভাবে আগ্নেয়াস্ত্র কেনার উপদেশ এই অভিযোগ অস্বীকার করেন।