অবতক খবর,১৪ আগস্ট: শ্রমিক মালিক অসন্তোষের জেরে গতকাল থেকেই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল জগদ্দলের অকল্যান্ড জুট মিলে। শ্রমিকরা গতকালই কাজে যোগ দেয়নি। আজ মালিকপক্ষ তরফ থেকে মিলের গেটে সাসপেন্সন অফ ওয়ার্কসের নোটিশ ঝুলিয়ে দেয় কতৃপক্ষ।

যার ফলে পুজোর আগেই কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৩০০০ শ্রমিক। জানা গিয়েছে অতিরিক্ত কাজের চাপ বাড়ায় শ্রমিকরা কাজে যোগ দিছে না।তাই মালিক কর্তৃপক্ষ আজ মিল বন্ধ করে দিয়েছে। অন্যদিকে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কেন্দ্রীয় সরকারের কোনো দ্বিচারিতা মনোভাবের জন্যই বাংলার পাট শিল্পে তারা অর্ডার কমিয়ে দিচ্ছে।

যার ফলে মালিকপক্ষ সেই সুযোগে বারবার করে কোন আলোচনা না করেই মিল বন্ধ করে দিছে। আমরা আলোচনা করে দ্রুত সমস্যা সমাধান করব।