অবতক খবর,১৮ অক্টোবর: পেটের টানে ঢাক বাজাতে আসা সুদুর বিরভুম জেলা থেকে পঞ্চমির দিনে নিজের বাড়ির থেকে বেরিয়ে আসা সুমন্ত বাগদির আর বাড়িতে ফেরার হলো না।

সুএ মারফৎ জানা যায় ২৮ বছরের সুমন্ত বাগদি স্থানীয় বাসিন্দা বাবু বাউরি, অর্জুন দাস দের সঙ্গে ঢাক বাজাতে এসে উওর ২৪ পরগনা জেলার অন্তর্গত বারাকপুর পুলিশ কমিশনারেটের শ্যামনগরের নোয়াপাড়া থানা এলাকার নোয়াপাড়া সার্বজনীন দূর্গা পূজা সমিতি ক্লাবের ঢাক বাজানোর বরাত পায়।

ষষ্ঠীর দিনে উক্ত ক্লাব থেকে বাবু বাউরি, অর্জুন দাসের সঙ্গে স্থানীয় গঙ্গার ঘাটে স্মানের কাজ সেরে ঢাক বাজানোর বরাত পাওয়া ক্লাব প্রাঙ্গণে ফেরার সময় তারা লক্ষ করে সুমন্ত বাগদি আর তাদের সঙ্গে নেই। সঙ্গে সঙ্গেই উপস্থিত দুই বন্ধুর মন চন্চল হয়ে ওঠে সুমন্ত কে দেখতে না পেয়ে। তৎক্ষণাৎ খবর দেয় ঢাক বাজানোর বরাত পাওয়া ক্লাব কর্তৃপক্ষকে। বহু খোঁজাখুঁজি করেও সুমন্ত বাগদীর সন্ধান না পেয়ে নোয়াপাড়া থানায় জেনারেল ডায়েরি করে।

খবর পেয়ে সুমন্ত বাগদির বাবা, মা, ছুটে এসে শ্যামনগর,কাকিনাড়া সহ নৈহাটি বিভিন্ন রেল স্টেশনে পাগলের মত খুঁজে বেরালেও সাত দিন প্রায় অতিক্রান্ত হতে চললেও সুমন্ত কোন খোঁজ দিতে পারল না নোয়াপাড়া থানার পুলিশ।

যদিও নিখোঁজ হয়ে যাওয়া সুমন্ত বাগদির অভিভাবকদের অভিযোগ নোয়াপাড়া থানার পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করছে না। তাহলে কি ঢাক বাজাতে আসা সুমন্ত বাগদি কে কেউ অপহরণ করেছে ? তার প্রশ্ন কিন্তু এলাকার মানুষের মুখে মুখে চাউর হছে।