অবতক খবর,২১ ফেব্রুয়ারী : সরকারি জমি দখলমুক্ত করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নয়নজলি ভরাট করে বেআইনিভাবে নির্মান করার অভিযোগ উঠল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এইভাবে নয়নজলি ভরাট হলে আগামী বর্ষায় ইসলামপুর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। ফলে ফের জলবন্দী হওয়ার আতঙ্কে ভুগছেন এলাকার সাধারণ মানুষ।
ইসলামপুর ব্লকের বিহার মোড় এলাকায় সরকারি জমিতে থাকা নয়নজলি বেআইনীভাবে মাটি ফেলে বন্ধ করে দিয়ে নির্মাণকাজ চললেও প্রশাসনের কোনও হেলদোল নেই। যদিও রামগঞ্জ ও মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রতিনিধিরা মৌখিকভাবে ইসলামপুরের মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছেন। জানা গিয়েছে বর্ষার সময় ইসলামপুর ব্লকের রামগঞ্জ ও শ্রীকৃষ্ণপুর এলাকার সমস্ত বর্ষার জল এই নয়নজলি হয়ে তিস্তা ক্যানেলে চলে যেত।
গতবছর বর্ষার সময় ঠিকমতো বর্ষার জল নিকাশি না হওয়ায় রামগঞ্জের বিস্তীর্ন এলাকা, মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কলেজ মোড় ফার্ম কলোনি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটাই হিমশিম খেতে হয় গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের।
ফের বর্ষার আগে নয়নজলি ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছে। এমনভাবে নয়নজলি ভরাট করে কাজ চললে বর্ষার সময় বহু এলাকা জলের তলায় চলে যাবে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। নয়নজলি ভরাট করে বেআইনি নির্মাণের কাজ বন্ধ করার জন্য এলাকার বাসিন্দা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বরা সরব হয়েছেন। এখন প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারন মানুষ।