পঞ্চ পুষ্পবাণ রাখি তোর পায়ের কাছে
তমাল সাহা

এক)
বৃষ্টি

একটি মৃত্যু কি করে হয় মহান!
একটি শব্দ আমাকে কত কি শেখায়
শব্দটির অর্থ খুঁজতে খুলি অভিধান।
আনিস অর্থ সফল বিজয়ী বন্ধু সহচর
এসব মানে আমি জানি তার মৃত্যুর পর।

আশ্চর্য হই
আনিস মানে হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি!
আহা মৃত্যু!
খুলে দিয়েছিস তুই আমার অন্তর্দৃষ্টি।

দুই)
বৈঠা বাও

পুরাতনী চিত্র সাজিয়ে তুমি কবিতার খোয়াব দেখো
ধ্রুপদী হলো কিনা শব্দ ছন্দে মাপো।

মানুষের দেহ রক্তে ভাসে, পড়ে থাকে পথে
সে সে বাস্তব চিত্র এড়িয়ে যাও
প্রতিবাদ ভুলে স্থির জলে নৌকা ভাসিয়ে বৈঠা বাও!

তিন)
প্রত্যক্ষ পদ্য

পোস্টমডার্ন কবিতায় চিত্রকল্প দেখি
কানের পাশ দিয়ে
ডানাভাঙা প্লেন উড়ে যায়

আমি তখন চাক্ষুষ করি আবহাওয়া পরিবেশ
মানুষকে হত্যা খুন আগুনের বাস্তব চিত্র এঁকে যাই খাতার পাতায়

চার)
শবনম

মৃত্যু কি ঝরেপড়া শিশিরের মতো
মাথায় ঘোরে ভাবনা যে কত!

মৃত্যু ঠেকানো যায় নাকি!
দুনিয়ায় সবাই-ই তো মরে।
মৃত্যু! আহা মৃত্যু!
তোকে কে ভয় করে?

শুনেছি
প্রেমিকাকে তুই বলেছিলি
শান্ত স্বরে
শবনম! তুমি তো জানো
রাতেই শিশির ঝরে!

পাঁচ)
নীলকন্ঠ

যেখানে যত বিষ
পান করি আমি—
আমি আনিস।