নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : লকডাউনের পঞ্চম দিনে তমলুক শহরে সকাল থেকে বিপুল পরিমাণে ছোট গাড়ি, টোটো মোটর সাইকেল রাস্তায় বের হতে দেখা যায়। একপ্রকার দেখে বোঝার উপায় নেই যে রাজ্যজুড়ে আংশিক লকডাউন চলছে। এরপর খবর পেয়ে রাস্তায় নামে তমলুক থানার বিশাল পুলিশবাহিনী।
তমলুক শহরের বিভিন্ন মোড়ে রাস্তায় বেরিয়ে পড়া মানুষজনকে ধরে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ, প্রয়োজনীয় কারণে যেসব মানুষ বেরিয়েছেন তাদের ছেড়ে দেয়া হয়। এবং অযথা যেসব মানুষ রাস্তায় বের হয়েছেন তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তে রোজদিন আক্রান্ত সংখ্যা বাড়ছে তার পরেও হুশ ফিরছেন না কিছু মানুষজনদের ।
পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এভাবে যদি মানুষজন রাস্তায় বেরোতে থাকে তাহলে দিন দিন জেলায় আক্রান্ত সংখ্যা আরো বৃদ্ধি পাবে এমন আশঙ্কা থেকেই যাচ্ছে।