অবতক খবর,৩ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের পরিচালনায় এলাকাবাসীর সহযোগিত পানবরিয়া গ্রামের একটি খোলা মাঠে মিলন উৎসব নামে একটি মেলা , আদিবাসী নৃত্যের ধারা রেলি ,নাচ গান, নাটক, ছন্দবাণী ও পতাকা উত্তোলন, প্রদীপ উজ্জ্বলন সহ মিলন উৎসব নামে একটি পত্রিকা প্রকাশ করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, সোমবার সন্ধ্যায় মিলন উৎসব মেলার শুভ উদ্বোধন করেন বিডিও গোবিন্দ দাস, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ । মিলন উৎসব মেলার উদ্যোক্তারা জানান গত বছর করোনার প্রভাবে মেলা বন্ধ থাকায় এই বছর আনন্দে উৎসাহের সঙ্গে আজ মেলা উদ্বোধন করা হলো।
এই মেলাটি এবার ৫তম বছরে পদার্পণ করে । মেলা ৪ দিনধরে চলবে। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত কুমার চ্যাটার্জি , পিপলন অঞ্চলের গ্রাম প্রধান শেখ শরিফুউদ্দিন, সহ মন্তেশ্বর ব্লকের দুই জেলা পরিষদের সদস্য, শুশুনিয়া অঞ্চলের উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট শিক্ষক ও বিশিষ্ট মানুষজনেরা।
মেলায় উদ্বোধন অনুষ্ঠানে এসে বিডিও,মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি ও সমিতির সহ-সভাপতি সহ বিশিষ্ট অতিথিরা বক্তৃতার মাধ্যমে মেলার তাৎপর্য তুলে ধরেন।
মেলার প্রধান উদ্যোক্তা তন্ময় ব্যানার্জি জানান মেলায় স্বেচ্ছায় রক্তদান শিবির, শীত বস্ত্র দান, বাচ্চা ছেলে মেয়েদের দ্বারা অঙ্কন প্রতিযোগিতা স্বচ্ছতার উপড় সচেতনতার আলোচনা, বাংলা লোকসংস্কৃতি হারিয়ে যাওয়া রাত্রিতে যাত্রাপালা, বাউল গান সহ প্রত্যেকদিন আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ দিন ধরে এই মেলা অনুষ্ঠানটি হবে।
মেলা উদ্বোধনের শেষে বাহিরের একটি নৃত্যকলা কেন্দ্র থেকে ভারতীয় জওয়ানরা নিজেদের মা বাবা পরিবারকে, ত্যাগ করে বর্ডার পাহারা দিয়ে শত্রুদের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করছেন তা নিয়ে একটি ছোট্ট নাটক হয়। বিডিও গোবিন্দ দাস এর হাত দিয়ে গরিব অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরন করা হয়। এছাড়া
বাচ্চাদের নানান রকম অনেক খেলাধুলার জন্য দোকান , খাবারের দোকান বসেছে। উদ্যোক্তারা আরো জানান লোকসমাগম হয় প্রচুর , মেলার এই চারদিন ধরে অনেক কেনাবেচা হয়, এলাকার বহু মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়।