অবতক খবর,২৯ সেপ্টেম্বর,পশ্চিম মেদিনীপুর: কেশপুরের বিভিন্ন বাজারে পঞ্চায়েত সমিতির দোকান ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা করা সত্ত্বেও দোকানের ভাড়া মেটানোর ব্যাপারে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। বকেয়া মেটানোর ব্যাপারে দোকানদারদের একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির তরফে। যদিও তাতেও ভাড়া মেটাতে প্রবল অনীহা দোকানদারদের। বর্তমানে বকেয়ার পরিমান ২৮লক্ষ টাকা। ব্লক প্রশাসন সূত্রে খবর, দীর্ঘ ন’বছর ধরে দোকানের ভাড়া বকেয়া রয়েছে। সবমিলিয়ে ১৫০টি দোকানের বকেয়ার পরিমান বর্তমানে প্রায় ২৮লক্ষ টাকা। ব্যবসায়ীদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মহম্মদ রফিক। তিনি বলেন, এর আগে একাধিক বার ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সরকারের পাওনা টাকা বাকি থাকার ফলে উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটছে। মার্কেট কমপ্লেক্সকে আরো বড়ো করার পরিকল্পনা থাকলেও বিপুল পরিমাণ টাকা বাকি থাকার ফলে সেই কাজেও ব্যাঘাত ঘটছে। দ্রুতই ব্যবসায়ীদের আবার নোটিশ পাঠানো হবে তারপরও যদি ভাড়া আদায় না হয় তাহলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি তাঁর। যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকায় ভাড়ার পরিমান অনেক বেশি। সরকার ভাড়ার ক্ষেত্রে যদি কিছুটা ছাড় দেন, তাহলে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। কেশপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন চৌধুরী বলেন, ব্যবসায়ীদের অনেকেরও অভিযোগ রয়েছে। মার্কেট কমপ্লেক্সে প্রশাসনের অব্যবস্থা রয়েছে। ছাদ দিয়ে জল পড়ছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।