অবতক খবর,১৩ জুলাইঃ কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা একটি শুনানিতে বলেই ফেলেন, টাকা কামাতে ভোটে জেতার মরিয়া চেষ্টা কিনা?

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে ইতিমধ্যে খুন হয়ে গিয়েছেন ৪৭ জন। মারপিট বোমাবোজি সন্ত্রাসের এক অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরও সেই সন্ত্রাস অব্যাহত। অনেক গ্রামবাসী আতঙ্কে ঘরছাড়া। একটি অরজক অবস্থা চলছে।

এই অবস্থার পরিপ্রেক্ষিতেই মাননীয়া বিচারপতি এমন বাক্যবন্ধের উচ্চারণ করেছেন। স্পষ্ট অথবা প্রচ্ছন্নভাবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার বিপন্ন,একথাই হয়তো তিনি বলতে চাইছেন। না হলে ভোটে জিতবার জন্য এত মরিয়া চেষ্টা হবে কেন! জানা গিয়েছে একটি পঞ্চায়েতে কোটি কোটি টাকা মঞ্জুর করা হয়। ফলে পঞ্চায়েত ব্যবস্থায একটি কামাইক্ষেত্রে পরিণত হয়েছে। ‌

এসব মন্তব্য বা বাক্য উচ্চারণ যে বঙ্গ সংস্কৃতি ও সামাজিক চেতনার পরিপন্থী এবং এমন বাক্য উচ্চারণ যে পশ্চিমবঙ্গের পক্ষে কলঙ্কজনক তা রাজনৈতিক দলেরা না বুঝতে পারলেও এই সমস্ত সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।