অবতক খবর, , দেবাশিস মালিক, কাকদ্বীপ:- :ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের জার্নালে কাকদ্বীপ ব্লকের অন্তর্গত প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ”কঠিন তরল বর্জ্য” ব্যবস্থাপনা প্রকল্প” জায়গা করে নিল। হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব্ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের ই-মেলে এই খবর পাঠানো হয়। মন্ত্রকের প্রকাশিত ওই জার্নালে গ্রাম পঞ্চায়েতের বর্জ্য ব্যবস্থাপনার খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি ব্যবহৃত সবকটি ছবি’ই প্রতাপাদিত্যনগর ইকো পার্কের।

২০১৬ সালের ১৩ ই নভেম্বর শুরু হওয়া এই প্রকল্প পরিদর্শনে দেশের বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বাংলাদেশ, থাইল্যান্ড, কানাডার মতো দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্পটি রাজ্যের মডেল SLWM প্রকল্প হিসেবে পরিগণিত হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের এই সচিত্র প্রতিবেদন আগামীতে সারা দেশের কাছে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতকে পথপ্রদর্শক হিসেবে তুলে ধরবে।