অবতক খবর,নিজস্ব প্রতিবেদন,২৭ জুলাই :: কিশোর বয়স থেকেই হস্ত চালিত তাঁতের প্রতি অসম্ভব ঝোঁক এবং কর্মদক্ষতায় পরিণত হয়েছেন সফল ব্যবসায়ীতে। এখন তার অধীনস্থ পাঁচ শতাধিক হস্তশালিত তাঁত শিল্পী কাজ করেন। ইতিমধ্যেই তিনি বেশ কিছু দেশ বরেণ্য মুনিঋষিদের অবয়ব ফুটিয়ে তুলেছিলেন টানাপোড়েনের সুতোয়। অসাধারণ অবয়ব তৈরি করেছিলেন রাজ্যপাল, প্রধানমন্ত্রী এছাড়া মুখ্যমন্ত্রীও। এবারে তার সৃষ্টি রাষ্ট্রপতির অবয়ব।

তিনি বলেন এ কাজ তার তত্ত্বাবধানে তিনজন শিল্পী করে থাকলেও, বাংলার সমস্ত হস্তচালিত তাঁত শিল্পীদের পক্ষ থেকে তা আগামীতে স্বয়ং রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আগামীতে তার সম্ভাবনার বিষয়েও তিনি আশাবাদী এমনটাই তিনি জানিয়েছেন। তবে NDA সমর্থিত রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে এই কাজ শুরু করেছিলেন বলে জানান শিল্পী।