অবতক খবর,৬ এপ্রিল: নির্বাচন ঘোষণা হতেই শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার। কেউ মিছিল, কেউ মিটিং করছে। এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী-রূপা মিত্র চৌধুরী। জেলার মানুষ যাকে নির্ভয়া দি বলে চেনে। ইংরেজবাজারের এই বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি।

সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে পরনে গোলাপি শাড়ি যে গাড়িটি চলছে তাও গোলাপি। বাড়ি থেকে বেরিয়েই শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত। কিন্তু এই গোলাপি রং কেন তাড়াতাড়ি তিনি জানালেন এই গোলাপি রঙ হলো পাওয়ার অফ ওম্যান অর্থাৎ নারী শক্তির প্রতীক। যখন আইন কানুন কিছু ছিল না এবং সেই সময় তীব্র পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলারা একত্রিত হয়ে গোলাপি গ্যাং বানাতো। নারী শক্তির স্বশক্তি করনের জন্যই এই রঙ তিনি বেছে নিয়েছেন। এদিন সকালে ইংরেজবাজার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মোথাবাড়ি বিধানসভার উদ্দেশ্যে রওনা হন।