অবতক খবর,১৬ মার্চ: ররিবারে অশান্তির জেরে বৌমাকে হাঁসুয়া দিয়ে কোপ দিলেন শশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপারা পুলিশ ফাঁড়ির দেওনা এলাকায় , দীর্ঘদিন থেকে পরিবারে অশান্তি লেগেছিল আজ হঠাৎ করে শ্বশুর মশাই বৌমাকে হাসোয়া দিয়ে কোপ মারে গুরুতর এভাবে আহত বৌমা ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা যায় শ্বশুরমশাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।