অবতক খবর,১৬ ফেব্রুয়ারি: হায় জীবনানন্দ! তোমার রূপসী বাংলা কতদূর যায়। প্রকৃতির কত কথা লিখিয়াছ তুমি। তুমি বলিয়াছ বাংলার রূপ দেখিয়াছি আমি, পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর।

আজ ১৭ ফেব্রুয়ারি তোমার জন্মদিন। ১৬ ফেব্রুয়ারি পরিবেশ রক্ষার অভিযানে গিয়ে আক্রান্ত হলেন বুদ্ধিজীবীর দল। তাতে ছিলেন কবি মন্দাক্রান্তা সেন।

জানা গেছে, রবিবার দুপুরে চাকদহ থানার গোরাচাঁদতলা এলাকা রণক্ষেত্র হয়ে পড়ে। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এই এলাকায় রাজ্য সড়কের ধারে ইটাপুকুর প্রাথমিক বিদ্যালয়। সেখানে ১২টি বিশাল বনস্পতি কাটা হয়েছে। সেই সঙ্গে ডানদিকে একটি পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ। এই পরিবেশ রক্ষার সংগ্রামে প্রতিবাদ করেছিলেন আইনজীবী মুকুল বিশ্বাস।

আজ রবিবার দুপুরে এই আইনজীবী কবি লেখক বিজ্ঞান সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত হন। আক্রান্ত হন কবি মন্দাক্রান্তা সেন। তিনি জানান, গাছ কাটা ও পুকুর বোজানোর প্রতিবাদ করতে গিয়ে আমাদের মার খেতে হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের ঘিরে ধরেছিল তৃণমূলের গুন্ডারা। তিনি আরো বলেন, আমাদের গাড়ি ভাঙা হয়েছে।