অবতক খবর , জলপাইগুড়ি :     অধ্যক্ষকে ২৪ ঘন্টা আটকে রেখে বিক্ষোভের পর এবার অনশন শুরু করলো ছাত্রছাত্রীরা। করোনা পরিস্তিতিতে পরীক্ষা বাতিলের দাবীতে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীদের অনশন আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। জলপাইগুড়ি ফার্মেসি কলেজের চতুর্থ বর্ষের সেমিস্টার পরীক্ষা বাতিল করার দাবীতে সোমবার থেকে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছে চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রীরা।

চলতি মাসের ১৭ তারিখ থেকে করোনা পরিস্থিতিতে কলেজে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আশা ছাত্র ছাত্রীদের নিয়ে পরীক্ষা কোনো ভাবেই নেওয়া যাবেনা এই দাবীতে ১৭ তারিখ থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত কলেজের অধ্যক্ষকে আটকে বিক্ষোভ দেখায় চতুর্থ বর্ষের ৬২জন ছাত্রছাত্রী।
সেই সময় কলেজের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছিল পরীক্ষা নেওয়া হবেনা। কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দেওয়া কথা রাখেনি তাই গতকাল থেকে অনশন শুরু ছাত্রছাত্রীরা।

আন্দোলন রত ছাত্রছাত্রীরা জানান, “বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে ৮০ শতাংশ নম্বর এবং ২০শতাংশ নম্বর ধরে হোম অ্যাসাইনমেন্ট ধরে পরীক্ষা নিতে হবে তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু কলেজ এতদিন বন্ধ থাকার কারনে আমরা পড়তে পারিনি।”

এদিন জলপাইগুড়ি ফার্মাসী ইনস্টিটিউটের অধ্যক্ষ সৌরভ সিনহা রায় জানান, “আমি ছাত্রছাত্রীদের সাথেই রয়েছি। আমি জেলাপ্রশাসনের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করব যাতে করে সমস্যাএ সমাধান হয়। আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ যেভাবে পরীক্ষা নিতে বলেছে সেই ভাবেই কাজ করছি। ছাত্রছাত্রীদের দাবি গুলো আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”