অবতক খবর,১০ ফেব্রুয়ারী: রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের সম্পর্কে বড় বড় কথা বলেন যদিও মহিলাদের নূন্যতম সন্মান দিতে না পারার অভিযোগ করেন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অধীনস্থ মকরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লক্ষীকান্ত সিট মহিলাকে ধর্ষণ করার অভিযোগের মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন।
তার পাশাপাশি রূপক মিত্র তিনি পূর্বের সন্দেশখালি ঘটনার প্রসঙ্গ টেনে এনে মধ্যরাতে শেখ শাহজাহান সহ শিবু হাজরার মহিলাদের হাতে পিঠে খাওয়ার প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করতে ছাড়লেন না শাসকদলকে। ২০২৬ সালের নিজের ভোট দিতে পারলে জনগণ তৃণমূল কংগ্রেস দলটাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে বলে মন্তব্য করেন।