আবতক খবর,মৃন্ময় লাহিড়ী,৮ ই নভেম্বর: পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের উদ্যোগে আজ থেকে শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচির সূচনা হয়েছে। এন এস ইউ আই এর মতে -নতুন শিক্ষানীতি শিক্ষার কেন্দ্রীকরণ ও বেসরকারিকরণ কে উৎসাহিত করছে। SSC,NEET,JEE এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বহু কেলেঙ্কারি সামনে আসছে।
তাদের মতে মোদি সরকার ছাত্র বিরোধী তারা স্বৈরাচারী পদ্ধতিতে সমস্ত কাজ বাস্তবায়ন করছে যা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। তাই ছাত্র পরিষদ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেন্দ্রীয় স্তর এবং রাজ্য স্তরের ছাত্রদের বয়সসীমায় কমপক্ষে দুই বছর ছাড় দেওয়া হোক। তাদের মূল লক্ষ্য করোনা কালে ক্ষতির পরে শিক্ষার্থীরা সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি, যার ফলে তারা এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবিতে সোচ্চার হয়েছে।