অবতক খবর , নাদিম , বীরভূম :- আজ দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দুয়ারে কর্মসূচি ক্যাম্প করা হয়। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্পগুলি থেকে মানুষ বঞ্চিত আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া।
খাদ্যসাথী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, জয় জোহর, কন্যাশ্রী। দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি মহাশয়, প্রাক্তন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন মহাশয় ক্যাম্পে গিয়ে নিজেরা ফর্ম ফিলাপ করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেন।
প্রাক্তন কাউন্সিলর সেখ নাজির উদ্দিন জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন , আপনি না আসতে পারলে আমার লোক আপনার দুয়ারে যাবে এই জন্যই দুয়ারে সরকার ।
এবং ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারাও মানুষকে ফর্ম ফিলাপ করে সাহায্য করেন, রাজা, ফিরোজ, নূর হোসেন।এবং প্রকল্প গুলিতে নাম নথিভুক্তকরণ এর জন্য সকাল থেকেই লাইনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।