অবতক খবর,২৩ মার্চ: পানীয় জল সংকট নিয়ে বিক্ষোভের ঘটনাস্থলে এবার সরজমিনে মন্ত্রী। এলাকায় এসে কথা বললেন বিক্ষুব্ধদের সঙ্গে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন।সাথে পাইপ লাইনের কাজ পরিদর্শন করলেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার মাড়োয়ারি পাড়ায় পানীয় জল নিয়ে সংকটের কারণে বাড়ি বাড়ি জলের জন্য শুক্রবার সকালে হাসপাতালগামী রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ করে এলাকাবাসী।
সন্ধ্যেবেলা পিএইচই থেকে ভ্রাম্যমান জলের ট্যাংক পাঠালে সেই গাড়িও ঘুরিয়ে দেয় এলাকাবাসী। আবার এদিন সকালে বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের কাজ শুরু হলে নিম্নমানের পাইপ দিয়ে কাজের অভিযোগে ফের বিক্ষোভ হয়। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রতিশ্রুতি দিয়ে ছিলেন সঠিক ভাবে দ্রুত কাজ হবে। তাই এদিন সকালে বিক্ষোভের পর দুপুর এলাকায় আসেন তিনি। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। কাজ পরিদর্শন করেন। এলাকার মানুষ আশ্বস্ত হন তার উপস্থিতিতে।