অবতক খবর,২৬ মার্চ,দেবব্রত মন্ডল,বাঁকুড়া:- পারিবারিক বিবাদের জের। আহত দুই মহিলা ও এক সিভিক কর্মী । সিভিক কর্মী দাদার বিরুদ্ধে ভাতৃবধূকে ইট ছুঁড়ে মারার অভিযোগ ।
পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষে জখম হলেন দুই মহিলা সহ তিন। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ কৈলাসতলা এলাকায়। ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিক কর্মীর। অভিযোগ সিভিক কর্মীর ছোঁড়া ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন ওই সিভিক কর্মীর ভাতৃবধূ। পালটা ভাই এর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ তুলেছেন ওই সিভিক কর্মী। আহত সিভিক কর্মী সহ তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ কৈলাসতলার বাসিন্দা পেশায় বিষ্ণুপুর থানার সিভিক কর্মী রাজীব রায় এর পরিবারে। অভিযোগ পারিবারিক অশান্তির জেরে ওই সিভিক কর্মী আজ নিজের মা এর উপর অত্যাচার চালাতে গেলে বাধা দেন ভাই সঞ্জয় রায় ও ভাতৃবধূ সুমনা বাউরী রায়। সেই সময় রাজীব রায় ভাতৃবধূর মাথায় সজোরে একটি ইট ছুঁড়ে মারেন বলে অভিযোগ। ইটের আঘাতে মাথা ফেটে যায় সুমনার। ঘটনায় গুরুতর জখম সুমনা রায়কে আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সুমনার দাবি ভাই ভালোবেসে ভিনজাতে বিয়ে করায় সিভিক কর্মী দাদা তা মেনে নিতে পারেনি। সেকারনেই তাঁদের মারধর করা হয়েছে।
ভাতৃবধূকে ইট ছুঁড়ে মারার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পালটা ভাই এর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন সিভিক কর্মী দাদা। ভাই এর আক্রমণের শিকার হয়ে সিভিক কর্মী রাজীব রায় ও তাঁর স্ত্রী আহত হন। দুজনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিভিক কর্মীর অভিযোগ ভাই তাঁর স্ত্রীকে দিনের পর দিন কটুক্তি করে আসছে। আজ ভাই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাঁদের উপর চড়াও হয়ে মারধর করেছে।