অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া : জমি জমা ও সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন। জখম আরোও তিনজন। ঘটনাটি ঘটেছে জগৎবলভ পুর থানার অন্তর্গত ভূপতি পুর রায়পাড়ায়।
গতরাতে রাজু রায় ও তার পরিবারের কয়েকজন চড়াও হয় খুঁড়তুতো ভাই অধীর রায়ের ওপর। তাকে লাঠি বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। অধীরকে বাঁচাতে গেলে গুরুতর জখম হয় তার মা ও দুই ভাই। আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় অধীর রায়ের।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। পুলিশ তদন্ত শুরু করেছে।