অবতক খবর: পার্থ চট্টোপাধ্যায়ের আংটির তদন্তে প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিস পুলিশের। দিয়ে তলব করল পুলিশ। হেস্টিংস থানা তলব করেছে জেল সুপারকে।পুলিশ সূত্রে খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে হেস্টিংস থানার পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।
নিয়োগ দুর্নীতি মামলাতে অভিযুক্ত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে কেন আংটি, তা নিয়ে ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ ইডি আদালতে প্রশ্ন তোলে ইডি। প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করে ব্যাখা চায় আদালত। এডিজি (কারা) রিপোর্ট জমা দিলে সুপারের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
সম্প্রতি ফের রিপোর্ট দাখিল করে কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়ে দেয় যে,সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এর জেরে প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ।